স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। এর মধ্যে শেষ হয়েছে দুই ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে হায়দরাবাদে ভারতকে ২৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। বিশাখাপত্তমে পরের ম্যাচে ১০৬ রানের ব্যবধানে জিতে ১-১ সমতায় ফিরেছে ভারত। এখনো বাকি আছে আরও তিন ম্যাচ।
কিন্তু বাকি ম্যাচগুলো রেখেই সিরিজের মাঝপথে হঠাৎ ভারত ছেড়েছে ইংল্যান্ড দল। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশাখাপত্তমের টেস্ট ম্যাচ শেষ করেই আবুধাবিতে চলে গেছেন বেন স্টোকসরা।
যেন সময়ের সূক্ষ্ম হিসেবেই করছে ইংল্যান্ড। সিরিজের শিডিউল অনুসারে, দ্বিতীয় ম্যাচের পর ১০ দিন বিরতি দিয়ে রাজকোটে ১৫ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় টেস্ট। এদিকে বিশাখাপত্তমের টেস্ট ৪দিনে শেষ হওয়ার কারণে বেন স্টোকসরা মাঝে বিরতি আরও একদিন বেশি পেয়েছেন। যে কারণে, সময়টা ভালোভাবে কাজে লাগাতেই আরব আমিরাতে চলে গেছে ইংল্যান্ড দল।
জানা গেছে, তৃতীয় টেস্টের আগেই যথাসময়ে ভারতে ফিরবে ইংল্যান্ড দল। আর প্রস্তুতিও আবুধাবিতেই সারবেন। কারণ, ভারতের পিচের সঙ্গে আবুধাবির পিচের তেমন কোনো পার্থক্য নেই। গুঞ্জন আছে, ভারতে থাকলে ইংলিশ ক্রিকেটারদের সব সময় নজরদারিতে রাখা হয়। তারা এখানে স্বাচ্ছন্দে অনুশীলন করতে পারেন না। যে কারণে, স্বাচ্ছন্দে অনুশীলনের জন্যই আবুধাবিতে চলে গেছেন তারা।
ভারতে আসার আগেও আবুধাবিতে ছিলো ইংল্যান্ড। এছাড়া সেখানে বেশ কিছু গলফ খেলে সময় কাটাতে চান তারা। যেটা ভারতে করার সুযোগ নেই। ফলে লম্বা বিরতি পেয়ে ফুরফুরে মেজাজে পুনরায় সিরিজ খেলা শুরু করতেই এমনটি করেছেন ইংলিশরা।
সিরিজের চতুর্থ ম্যাচটি শুরু হবে রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচটি আরম্ভ হবে ৭ মার্চ ধর্মশালায়।