শাহিন আহমদ,সিলেট জেলা প্রতিনিধি :
একই সঙ্গে ‘জয় বাংলা’ ও ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসাসহ আরও কয়েকটি হামলা চালিয়েছে ১৫-২০ জন দুর্বৃত্ত। নগরীর মুন্সিপাড়ায় শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ‘জয় বাংলা’ এবং ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগানে হামলা চালানোর কারণে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির। তবে কাউন্সিলর লায়েকের দাবি, যুবদল ও জামায়াত-শিবির কর্মীরাই তার বাসা ও অফিসে হামলা চালিয়েছে।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, ‘আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছি এসময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই, অন্তত ১৫টি মোটরসাইকেল নিয়ে ১৫-২০ জন দৃর্বৃত্ত প্রথমে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে দেয়। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়।’
তিনি আরো বলেন, ‘যুবদল নেতা মোহাম্মদ লাহিন ও জামায়াতের কিছু নেতার নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন লোক আমার অফিস-বাসায় হামলা করে। এসময় আমার বাসা ছাড়াও, ভোটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয়। সব মিলিয়ে প্রায় ১৫ থেকে ২০ টি বাসায় হামলা চালানো হয়েছে। কেটে দেয়া হয়েছে আমার বাসার বিদ্যুৎ লাইন। এছাড়া কেটে দেয়া হয়েছে সিসিটিভির লাইন। এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’
হামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদবলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। আমাদের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। স্থানীয় বিরোধের জের ধরে হামলা হয়ে থাকতে পারে জানান ওসি এস এম আবু ফরহাদ।