প্রত্যয় নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিডের ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনার দীর্ঘ ৩১ ঘণ্টা পর নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
বুধবার ( ১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, জালালাবাদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সুবিদবাজার, আখালিয়া ও মদিনা মার্কেটসহ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রাথমিকভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুত্বপূর্ণ এলাকায় প্রাথমিকভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। বাকি এলাকাগুলোতেও ক্রমান্বয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ চলছে।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে ১৩২/৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। দমকলবাহিনীর সাতটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভুতুড়ে পরিস্থিতি তৈরি হয়। তীব্র পানি সঙ্কটে পড়ে মানুষ।