দৈনিক প্রত্যয় ডেস্ক: সিলেট বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার। এই নিয়ে মোট হোম কোয়োরেন্টিনে আছেন ৫২৫ জন। এছাড়া হাসপাতাল আইসোলেশনেও বেড়েছেন রোগীর সংখ্যা। বিভাগজুড়ে ১৯ জন রয়েছেন হাসপাতাল আইসোলেশনে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। এরমধ্যে সিলেটে ৩২, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ৯ এবং মৌলভীবাজারে ৩ জন। আর গত ১০ মার্চ থেকে এই পর্যন্ত হোম কোয়ারেন্টিন থেকে ৩ হাজার ২৯ জন ছাড়পত্র পেয়েছেন। তন্মধ্যে সিলেটে ৮৭০ জন, সুনামগঞ্জে ৬০৭ জন, হবিগঞ্জে ৮৯৮ জন এবং মৌলভীবাজারে ৬৫৪ জন। পাশাপাশি হাসপাতাল আইসোলেশন থেকে ৫১ জনের মধ্যে ৩৩ জনের রিপোর্ট নেগেটিভ আাসায় তারা ছাত্রপত্র নিয়ে বেরিয়ে গেছেন। কেউবা অন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।