আব্দুল্লাহ আল সানি,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজার ও ধর্মপাশা সদর বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকসহ ১৩জন ব্যক্তিকে ২২হাজার ৯০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মেনে ওই দুটি বাজারে নয়জন ব্যবসায়ী তাঁদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম করায় এবং কয়েকজন জড়ো হয়ে আড্ডা দেওয়ায় এই জরিমানা করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনওর অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার(ভূমি) আবু তালেব। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ প্রমুখ।##
০৭.০৪.২০২০