ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শলপ গ্রামের কুয়েত প্রবাসীর মো. গোলাম রব্বানীর উদ্যোগে দেড় শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গল বার সকাল ১০ ঘটিকায় শলপ গ্রামে নিজ বাড়ীতে চাউল ৫ কেজি, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি করে মোট দেড় শতাধিক প্যাক বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন প্রবাসীর মা রুসেহা আক্তার, সহ ধর্মীনী সৈয়দা লুৎফা আক্তার, কন্যা তাসমিম আক্তার জুঁই, প্রবাসীর ভাই আহম্মদ আলী, গোলাম মোস্তফা, জিলানী, আজিজুল হক ও সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান সহ সাংবাদিক বৃন্দ। গোলাম রব্বানীর সহ ধর্মীনী সৈয়দা লুৎফা বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ বেকার হয়ে রয়েছে। তাই অসহায়দের মাঝে আমাদের একটু সহযোগিতা করছি মাত্র। পরবর্তী আরও ব্যাপক হারে সহযোগিতা করতে ইচ্ছুক ইনশাল্লাহ। ##