মোঃতায়েফ তালুকদারঃ
ভোলার যে কোন প্রসঙ্গ আসলেই আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরদ্বিদায় বলে উঠেন তোফায়েল ভাইয়ের ভোলা।আসলে যার জন্ম না হলে ভোলাকে বাংলাদেশের মানুষ এত সহজ ভাবে চিনত না তিনিই হচ্চেন,উনসত্তরের গন অভূত্থ্যানের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাক্তিগত সচিব,মুক্তিযুদ্ধের অন্যতম সংগটক, মায়ের কাছে মনু নামে খ্যাত, সাবেক সফল শিল্প ও বানিজ্য মন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য,বর্ষীয়ান রাজনীতিবিদ ভোলা জেলার একমাত্র অভিভাবক আলহাজ্ব তোফায়েল আহমেদ।
অসুস্থ হওয়ার কারনে এই মহামারী দূর্যোগে আসতে পারেন নি প্রিয় জন্মভূমি ভোলাতে,কিন্তু প্রতিনিয়ত খোজ খবর রেখে চলছেন অভিভাবক রুপে পুরো ভোলা জেলারই,যখন যে সংসদ সদস্য যে কোন প্রয়োজনে ফোন দিয়েছেন মূহুর্তের মধ্যে তা সমাধানের চেষ্টা করেছেন।
ভোলা-১আসনের সংসদ সদস্য তিনি,তার নির্দেশনায় চলছে সেখানে পুরোদমে ত্রান বিতরন, যার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব।
এ প্রসঙ্গে ভোলা-২আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন আমাদের অভিভাবক আলহাজ্ব তোফায়েল আহমেদ ভোলায় আসতে পারেননি ঠিকই কিন্তু প্রতিনিয়ত খোঁজ খবর রেখে যাচ্ছেন তিনি,প্রতিদিন তিনি আমাকে একের অধিক বার ফোন দেন এবং খোজ খবর নিয়ে যাচ্ছেন,দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।