প্রত্যয় স্পোর্টস ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আলোর সবটা কেড়ে নিলেন শান মাসুদ। টেস্টে সেঞ্চুরির হ্যাটট্রিকে পাকিস্তানি এই ওপেনার যেমন পথ দেখিয়েছেন দলকে, তেমনি নিজেকে তুলছেন অনন্য উচ্চতায়।
বৃহস্পতিবার দিনের প্রথম ওভারে পাকিস্তান হারায় বাবর আজমকে (৬৯)। সফরকারী দলের সেরা ব্যাটসম্যানকে শিকার বানান ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। উইকেটে থিতু হতে পারেননি আসাদ শফিক (৭) এবং মোহাম্মদ রিজওয়ান (৯)। শফিককে প্যাভিলিয়নে ফেরান স্টুয়ার্ট ব্রড এবং রিজওয়ানকে মাঠ ছাড়া করেন ক্রিস ওকস। তবে উইকেটের একপ্রান্ত আগলে দলের রানের খাতা সচল রাখেন মাসুদ এবং ২৪ বছর পর প্রথম পাকিস্তানি ওপেনার হিসেবে ইংল্যান্ডে হাঁকালেন সেঞ্চুরি।
এদিন ইনিংসের ৮৬তম ওভারে ২৫১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মাসুদ। তার আগে সবশেষ ১৯৯৬ সালে পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ার ইংলিশ কন্ডিশনে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। সব মিলে পঞ্চম পাকিস্তানি ওপেনার হিসেবে ইংল্যান্ডে শতকের দেখা পেলেন মাসুদ। বাকি তিনজন হলেন- মোহসিন খান (১৯৮২ সালে), মুদাস্সর নাজার (১৯৮৭) এবং আমির সোহেল (১৯৯২)।
এ ছাড়া ষষ্ঠ পাকিস্তানি হিসেবে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন মাসুদ। একই কীর্তি ২০১৪ সালে করেছিলেন মিসবাহ উল হক এবং ইউনুস খান যারা এখন পাকিস্তানের ড্রেসিংরুমে যথাক্রমে প্রধান কোচ ও ব্যাটিং কোচের ভূমিকায়। একই রেকর্ড ১৯৮২-৮৩ মৌসুমে করেন জহির আব্বাস। অপর দুজন হলেন- মুদাস্সর নাজার (১৯৮৩) এবং মোহাম্মদ ইউসুফ (২০০৬)। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির সুবাদে সাবেকদের পাশে নাম লেখান মাসুদ।
পাকিস্তানি ওপেনার ১৫৬ রানে বডের বলে এলবিডব্লিউর শিকার হন। তাকে সঙ্গ দিচ্ছিলেন ইয়াসির শাহ (৫) এবং সফরকারীদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৮৯ রান।