এস এম সালমান হৃদয়, প্রতিনিধি:
দিন যত যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ততই ঘনিয়ে আসছে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের পুনরায় নৌকার মাঝি হতে চান সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যহ্ম শামসুল হক মন্ডল ।
তিনি তেকানী চুকাই নগর ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছেন নিয়মিত। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে নিজে জমি প্রদান করে মহেশপাড়া আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মহেশ পাড়া কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। মহেশ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নিজের প্রচেষ্টায় প্রতিষ্টিত করেন।
চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৩৬(বগুড়া-১) আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাকসু সাবেক ভিপি উত্তর জনপদে জননন্দিতনেতা প্রয়াত আব্দুল মান্নান এম পি সহযোগিতায় নিজ জমি প্রদান করে তেকানী চুকাই নগর ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেস নিমার্ণ করেন। এলাকার তরুণ প্রজম্মকে মাদকের হাত থেকে রহ্মা করতে বেশি বেশি খেলাধুলার ব্যবস্থা করেন। ইতিমধ্যে তিনি পুনরায় তেকানী চুকাই নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন ।
অধ্যহ্ম শামসুল হক মন্ডল বলেন, তেকানী চুকাইনগর ইউনিয়নে মসজিদ ,মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলাধুলা ও গরীব অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা করে আসছি। চলমান মহামারী করোনাভাইরাস সময়ে জনসচেতনতা, মাস্ক, জীবানুনাশক এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ করা সহ নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে আসছি। আমি আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
তিনি বলেন, ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক বন্টননীতি চালু করেন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেয়া, এবং সারা ইউনিয়নে সুষম উন্নয়ন কাজ বাস্তবায়ন করেন। তিনি এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক। তিনি আরো বলেন, নির্বাচনের পূর্বে অনেকেই নানারকম প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু নির্বাচিত হওয়ার পর জনগনের সাথে দুর্ব্যবহার করতেও দ্বিধাবোধ করেন না। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কেউ এমন অভিযোগ করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় সুযোগ দিলে এবং মহান আল্লাহতালা তাকে সম্মান দিলে সকলকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনামাফিক স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল তেকানী চুকাই নগর ইউনিয়ন গড়ে তুলবো এবং সন্ত্রাস ,চাঁদাবাজ, মাদক মুক্ত সমাজ ও দুর্নীতি সহ সকল অপরাধ সমাজ থেকে দূর করার ইচ্ছা ব্যক্ত করেন বর্তমান চেয়ারম্যান শামসুল হক মন্ডল ।
তিনি আশা ব্যাক্ত করে বলেন, দল তাকেই মনোনয়ন দিবে কারণ- অনেক নেতা-কর্মী আছে নামমাত্র আওয়ামীলীগ, কাজে-কর্মে মাঠে নেই। সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সব কর্মসূচিতেই তিনি সব সময় প্রথম সারিতে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। আবার অনেকেই আছে সুবিধা ভোগের জন্য ৪/৫ ভাই থাকলে একেকজন একেক দল করে। সে হিসেবে বিবেচনা করলে তেকানী চুকাই নগর ইউনিয়নে তিনি একমাত্র প্রার্থী যে দল থেকে মনোনয়ন পাওয়ার যোগ্য। সেই সাথে জনগণের ভালোবাসা ও সমর্থনে তিনি নির্বাচনে পুনরায় জয়ী হবেন বলে আশাবাদী। তিনি আরো বলেন,ছাএজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে আসছি। যে কারণে তার প্রতি দল ও জনগণের সমর্থন এবং ভালোবাসা রয়েছে। সেই সাথে ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক।
সেক্ষেত্রে আগামী ইউপি নির্বাচনে দল তাকেই মনোনয়ন দিবেন বলে তিনি প্রত্যাশা করেন। দল মনোনয়ন দিলে নির্বাচনে বিজয়ী হবার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী বলে তিনি জানান।নির্বাচিত হলে সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করবেন বলেও অঙ্গীকার করেন আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান অধ্যহ্ম শামসুল হক মন্ডল।