করোনার কারণে স্থগিত হওয়া অনার্স চতুর্থ বর্ষ ও প্রফেশনাল কোর্সের (বিবিএ, সিইসি, বিএড অনার্স, ইসিই) অষ্টম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ খ্রিস্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের ও প্রফেশনাল কোর্সের (বিবিএ, সিইসি, বিএড অনার্স, ইসিই) অষ্টম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরুর উদ্যোগ নেয়া হয়েছে।
তাই এসব পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিসেম্বরে এসব পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে।
করোনা পরিস্থিতির কারণে একাধিক পাবলিক পরীক্ষা বাতিল করে অটোপাস দেয়া হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। তার প্রেক্ষাপটে পরীক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়েছে।