চবি সংবাদদাতা:সকল শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণের লক্ষ্যে দ্রুত ডাটা প্রেরণের ব্যবস্থা করা ও স্থগিত পরীক্ষাসমূহ অনতিবিলম্বে শুরুর ব্যবস্থা গ্রহণ করার জন্য মানববন্ধন ও সমাবেশ বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক মানববন্ধন আয়োজন করা হয়। সাদাফ খানের সঞ্চালনায় মানববন্ধনটি ১২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে অনলাইনে যুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ইকবাল হোসেন টিপু। সাধারন সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন,”ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেনাে পিছিয়ে থাকব? অনতিবিলম্বে স্থগিত পরীক্ষা চালুর ব্যবস্থা নিতে হবে নাহলে আমরা লাগাতার কর্মসূচী পালন করে যাবো।”
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল হক রুবেল। মানববন্ধনের সমাপনি বক্তব্যে তিনি বলেন,”বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা অসহায় মানুষের পাশে ছিল, বঞ্চিতদের পাশে ছিল,এখনাে আছে, ভবিষ্যতেও থাকবে।
করােনাকালীন সময়ে জীবনব্যবস্থা অনেকটাই যখন স্থবির সেই সময় স্বাস্থ্যব্যাধি মেনে অনেক কিছু চালু থাকলেও হচ্ছে না শিক্ষার্থীদের পরীক্ষা। যা তাদেরকে ঠেলে দিচ্ছে হতাশাগ্রস্থ ভবিষ্যতের দিকে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য স্বাস্থ্যব্যাধী মেনে দ্রুত পরীক্ষাসমূহ চালু করার ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুবা আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। তিনি আরাে বলেন, জামাত শিবিরের পেতাত্মারা নুরু গংদের কাঁধে ভর করে দেশরত্ন শেখ হাসিনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। নুরু গংদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে দেখা গেলে,তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।”
মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রক্টর স্যারের মাধ্যমে ভিসি স্যার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন খন্দকার রফিক,আলতাফ হোসেন,নাজমুল এইচ সানি,মোঃ আব্দুল্লাহ-আল-নাহিয়ান রাফি,মোমিনুল ইসলাম,জ্যোতিষ্ক চাকমা,আরিফ মাহমুদ,শরীফ উদ্দিন,পাপন খান,শফিকুল ইসলাম,মাহমুদুল হাসান শাওন,ইখলাস,সুজয়,আরিফ,সৌমেন,রমজান,শেখ আহমদসহ প্রমূখ