প্রত্যয় নিউজ ডেস্কঃ মহামারী করোনাভাইরাস কাবু করে ফেলেছে গোটা বিশ্বকে। এরমধ্যেও আসছে একের পর এক অবাক করা খবর। তেমনই একটি খবর এটি। স্পেনে করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে একটি ফুটবল ম্যাচ খেলতে আগ্রহী যারা আক্রান্ত হননি তারা। এমন খবরে এরইমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির নাভারা প্রদেশের পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ ম্যাচটি আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামীকাল সোমবার পাম্পলোনার ম্যান্দিলোরি এলাকায় ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা।
অবাক করা বিষয় হচ্ছে, ম্যাচ আয়োজনে বাধা দিচ্ছে না পুলিশ। তবে খেলায় যারা অংশ নেবেন তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে করোনাভাইরাস যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে সবধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে তারা। ম্যাচের দিন পুরো বিষয়টি নজরদারিতে থাকবে বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় সরকার জানিয়েছে, নাভারা প্রদেশে এইমূহুর্তে ৪০ জন করোনা আক্রান্ত রোগী আছেন। এই অবস্থায় এমন ম্যাচ আয়োজন করা হলে ভাইরাস আরো ছড়িয়ে পড়বে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে লা লিগার মাধ্যমে স্পেনে ফিরেছে ফুটবল। মেসি-সুয়ারেজরা খেলছেন রূদ্ধদ্বার স্টেডিয়ামে। তবে করোনা পজেটিভ বনাম নেগেটিভ ম্যাচে দর্শকের জন্য কোন ধরনের নিষেধাজ্ঞা থাকছে কিনা সেটি জানা যায়নি।
ডিপিআর/ জাহিরুল মিলন