স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। কিন্তু আসলে বিষয়টি হলো- বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখলে স্বাধীনতাবিরোধীদের চোখের জ্বালা হয়, মনের জ্বালা হয়। তারা যে স্বাধীনতার বিরোধিতা করেছে তা মনে পড়ে যায়। সে জন্যই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ্য করতে পারে না।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) মিলনায়তনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ মালেক বলেন, নানাবিধভাবে তারা (স্বাধীনতাবিরোধীরা) ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে। আমি মনে করি এটা করে কোনো লাভ হবে না।
এ সময় তিনি ভাস্কর্য নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, বিসিপিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বকস চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ভুপিন্দর কর ও ইউনিসেফের প্রতিনিধি তোমো হোজোমিসহ প্রমুখ বক্তব্য দেন।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ১২ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। এ ক্যাম্পেইনের আওতায় ৯ মাস বয়স থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী প্রায় তিন কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেয়া হবে।