হবিগন্জ সংবাদদাতা : র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর পৃথক অভিযানে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান হতে বিদেশী রিভলবার, ফেন্সিডিল এবং ০৪ টি সিএনজিসহ চিনতাই চক্রের মোট ০৬ জন ছিনতাইকারী গ্রেপ্তার।
২১ এপ্রিল ২০২১ তারিখ সকাল ০৫.০০ ঘটিকা এবং ০৮.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর অধিনায়ক লে. কর্ণেল আবু মূসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি এএসসি এবং সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সুধিয়া খোলা গ্রামের সাধু ফ্রান্সিস জেভিয়ার মিশন এর সামনে অভিযান পরিচালনা করে যথাক্রমে ০১টি বিদেশী রিভলবার, ০২ রাউন্ট গুলি, ০৫ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ আবু তালেব(৪৫) @ল্যাংড়া তালেব, পিতা- মোঃ আব্দুস শহিদ @ শহিদ মেকার, সাং-উবাহাটা, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ কে গ্রেফতার করে । তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ (চার) টি সিএনজি জব্দসহ পেশাদার চিনতাই চক্রের ছিনতাইকারী ১। ফজলু মিয়া (৫০) পিতা-মৃত আবুল হক, সাং-মিডাপুর, ২। সোহেল মিয়া(৩৫) পিতা-দরবেশ আলী, সাং-রজবপুর উভয় থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জদেরকে গ্রেপ্তার করা হয়। পরবর্র্তীতে ছিনতাইকারী ১। ফজলু মিয়া ও ২। সোহেল মিয়ার দেওয়া তথ্যের অনুযায়ী মৌলভীবাজার জেলার সদর থানার মামলার ভিত্তিতে আসামী মোঃ বদরুজ্জামান (২৩), পিতা-মৃত মায়াম উদ্দিন, সাং-বনগাঁও আদিপাড়া, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ’ কে, সিলেট জেলার বিশ্বনাথ থানার মামলার ভিত্তিতে আসামী মোঃ ইব্রাহিম আহম্মেদ সুজন (২২), পিতা- মোঃ বাবুল মিয়া, সাং- নন্দনপুর, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জকে, এসএমপি সিলেট এর জালালাবাদ থানার মামলার ভিত্তিতে আসামী সাইফুল মিয়া (৩৫), পিতা-মৃত আফতাব উদ্দিন, সাং-বুড়িনাঁও, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জকে, সিলেট জেলার বিশ্বনাথ থানার মামলার ভিত্তিতে মোঃ ইব্রাহিম আহম্মেদ সুজন (২২), পিতা- মোঃ বাবুল মিয়া, সাং- নন্দনপুর, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জকে, এসএমপি সিলেট এর জালালাবাদ থানার মামলার ভিত্তিতে সাইফুল মিয়া (৩৫), পিতা-মৃত আফতাব উদ্দিন, সাং-বুড়িনাঁও, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জকে গ্রেপ্তারপূর্বক সংশ্লিষ্ট মামলা অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়। আসামী মোঃ আবু তালেব(৪৫) কে অস্ত্র মামলাসহ শাহেস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন : চলমান লকডাউন বাস্তবায়নে সিলেট মহানগরীর হালচাল