1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

হযরত লোকমান আঃ সন্তানদের উদ্দেশ্যে ৪ টি উপদেশ দিয়েছেনঃ

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ২০৫ Time View

হযরত লোকমান আঃ সন্তানদের উদ্দেশ্যে ৪ টি উপদেশ দিয়েছেনঃ

১. আল্লাহ্ এক এবং অদ্বিতীয় যার সাথে কোন শরিক করো না। ইমান এর বিষয়ে কোন ছাড় নয়।
২. এই বিশ্বাস রেখো যে শস্য দানা পর্যন্ত প্রতিটি কর্ম আল্লাহ্ অবগত আছেন তা পানির নিচে, মাটির উপরে কিংবা গভীরে অথবা উপরে আকাশে যেখানে যাই কর তিনি সব জানেন।
৩. নামাজ অগনিত কর্মের একটি। ইমান ও বিশ্বাসের পর অবশ্যই এই নামাজ আঁকড়ে ধরে রেখো।
৪. সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে নিষেধ দিতে হবে।

চারিত্রিক গূনাবলি এবং সামাজিকতা দায়বদ্ধতা সম্পর্কে ৪ টি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি সন্তানদের প্রতিঃ

১. অহংকার করো না। কেউ তোমার কাছে এলে মনযোগ দিয়ে তার কথা শুনবে, অহংকার, অবজ্ঞা নিয়ে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না।
২. জমিনের উপর নম্র ভাবে চলবে। তুমি তো পাহাড়ের মতো বিশাল নও, তুমি কি এমন হয়ে গেছো যে কাউকে পরোয়া করবে না? বিনয়ী হও।
৩. দ্রুততার সাথে পথ চলবে না, ধাক্কা লাগবে, ব্যাথা পাবে কিংবা অন্য কেউ বিরক্ত হবে। আবার খুব ধীর পায়েও হাঁটবে না। ভারসাম্য বজায় রেখে পথ চলবে।
৪. চার যখন কথা বলবে তখন উচ্চ স্বরে কথা বলবে না। মৃদুস্বরে, ভদ্রতার সাথে, আদবের সাথে কথা বল।

লোকমান আঃ যে উপদেশ ও নির্দেশনা প্রিয় সন্তানদের উদ্দ্যেশে দিয়েছেন আমার বিশ্বাস তা যদি আমরা যারা বাবা তারা অনুসরণ করি আমাদের সমাজ ও পরিবার হবে আদর্শ আর সমাজে থাকবে না কোন বিভেদ, ঝগড়া এবং অশান্তি।

পবিত্র আল কোরান শরীফে এ উল্লেখ করা হয়েছেঃ নামাজ, যা অন্যায় ও অশ্লীল কাজ থেকে আমাদের বিরত রাখে।

তাই আসুন হযরত লোকমান আঃ কে অনুসরণ করে ভালো বাবা হই। কারণ রোজ কিয়ামতের দিনে আমাকে আপনাকে আমাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে। যদি দায়িত্ব পালন না করি প্রিয় সন্তানেরা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে এগিয়ে যাবে জান্নাতের পথে আর আমি আপনি যদি দায়িত্ব পালনে অসমর্থ হই এই দুনিয়ার সমস্ত কামাই, আমল সমস্তই ব্যর্থ হয়ে যাবে…

আল্লাহ্ আমাদের জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।

::
কুবা মসজিদ, মোহাম্মদী হাউজিং লিঃ এর সম্মানিত ইমাম সাহেবের জুম্মা পূর্ববর্তী খুতবা থেকে অনুপ্রাণিত হয়ে উদ্ধৃত।

 

প্রচারে:অনুপম মাহমুদ রুবেল
প্রচারে:অনুপম মাহমুদ রুবেল

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..