বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায় হাইকোর্টে রিট আবেদন করে প্রার্থীতা ফিরে পেলেন।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেন।
অখিল চন্দ্র রায় জানান, প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। আবেদনের প্রেক্ষিতে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার হাইকোর্ট ডিভিশন তার প্রার্থীতা বহাল রেখে রায় দেন এবং বৃহস্পতিবার বিকালেই হাইকোর্টের রায়ের কপি জেলা নির্বাচন অফিসে জমা দেন তিনি। ১০ ডিসেম্বর শুক্রবার থেকেই এলাকায় নির্বাচনি প্রচারণা চালাবেন বলেও জানান অখিল চন্দ্র রায়।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপির অভিযোগে ঢোলারহাট ইউনিয়ন পরিষদে নৌকার মনোনীত প্রার্থী অখিল চন্দ্র রায়ের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ওই আদেশের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে আপিল করেন। ৫ ডিসেম্বর বিকেলে আপিল শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া রায় বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। উপায়ান্তর না পেয়ে মহামান্য হাইকোর্টে রিট আবেদন করেন ওই প্রার্থী। মহামান্য হাইকোর্ট বেঞ্চ নৌকার প্রার্থী অখিল চন্দ্র রায়ের মনোনয়ন বাতিলের আদেশ অবৈধ ঘোষনা করেন।এর ফলে অখিল চন্দ্র বর্মনের নির্বাচন করতে আর কোন বাঁধা থাকল না।