মাসুদ বাবু ,লালমনিরহাটঃ
বিশ্ব গ্রাস করে ফেলছে একটি ক্ষুদ্র অণুজীব।করোনা ভাইরাস নামের এই মহামারিটি মাত্র কয়েক মাসের ব্যবধানেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দিনের পর দিন এ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। লকডাউন হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে বাংলাদেশেও বিস্তার লাভ করেছে ভাইরাসটি। এর দ্রুত বিস্তার রোধে দেশটিও লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে সংসার কীভাবে চলবে তা নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষেরা।
দেশের এমন সংকটময় মুহুর্তে দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন টিম১৯ নামে একটি সামাজিক সংগঠন ।হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অসচ্ছল পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করেন তারা।
মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে হাতীবান্ধা উপজেলার বন্দর বাস স্যান্ড এলাকা থেকে ‘ফ্রি সবজি বাজার’ নামের এ কার্যক্রম শুরু করেন টিম১৯ সেচ্ছাসেবীরা। অসচ্ছল প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি দিয়ে সহায়তা করছেন তারা।
জানা যায়, অসহায় ও দুঃস্থদের সহযোগিতার লক্ষ্যে টিম১৯ এ কার্যক্রম শুরু করেন। তারা মিষ্টি কুমড়া, লাউ, লালশাক ও বাঁধা,আলু,বেগুন,টোমেটো, কপি,গাজর নিয়ে বিতরণ করছেন।
এ ব্যাপারে সংগঠনের সদস্যরা বলেন, ‘করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগণের মাঝে চাল-ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও যেহেতু সবজি দেওয়া হচ্ছে না। তাই আমারা মণ সবজি কিনে বিভিন্ন এলাকায় বিনামূল্যে বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে উক্ত টিম উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মুন,রাহাত,সুলতান আহমেদ,সানি ও অন্যতম সদস্য নাজির আহমেদ।