মাসুদ বাবু, লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় এস এস সি ২০১৬ ব্যাচের উদ্যোগে ৭০টি অসহায় মানুষের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকার দরিদ্র মানুষ গুলো খাবার পেয়ে খুশি হয়েছে।
করোনা ভাইরাসের মোকাবেলা করতে যে সমস্ত গরীব অসহায় দিনমজুর মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। এবং পরিবারের জন্য তারা খাদ্য যোগান দিতে ব্যর্থ হচ্ছে সে সমস্ত পরিবারে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে এসএসসি ব্যাচ ২০১৬ এর কয়েকজন তরুণ শিক্ষাথী। আর এ উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মমতাজুল মনোয়ার উদয় । সে জানায় দেশে এখন মরণঘাতী করোনা ভাইরাস মানুষের চলমান জীবনকে বাধাগ্রস্ত করছে। সেই সাথে সারা দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের নির্দেশে গরীব ও অসহায় মানুষগুলো ঘর থেকে বের হতে পারছে না।
এজন্য আমরা আমাদের কয়েকজন বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে ৭০ টি পরিবারের খাদ্যের ব্যবস্থা করে পৌঁছে দিয়েছি তাদের ঘরে ঘরে। তারা যেন অন্তত পক্ষে তাদের সাময়িক ক্ষতি সামান্য কিছু দিয়ে হলেও পুষিয়ে নিতে পারে। এজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। তারা জানায় ভবিষ্যতে তারা যেন এলাকার মানুষের জন্য আরও সেবামূলক কাজ করতে পারে। এরকম ভাবে যদি সমাজের বিত্তশালী মানুষগুলো গরীব ও অসহায় মানুষের পাশে দাড়াতো তাহলে যেকোনো দুর্যোগে আমরা ভেঙ্গে ফলে এগিয়ে যেত পারবো । সেজন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একান্ত কাম্য। তাই আমরা যে যেখানে আছি এবং যেভাবে পারি এধরণের উদ্যোগ গ্রহণ এবং উদ্যোগ সফলে চেষ্টা করে যাব।এবং যারা এই খাদ্য সামগ্রী বিতরণ করতে সহায়তা করেছেন , শাহরিয়ার সজিব, সিয়াম আল নাহিদ সহ ব্যাচের ২০ জন বন্ধু।