প্রত্যয় নিউজডেস্ক: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার ঘের জাল জব্দ করেছে হাটহাজারি উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর আমতুয়া অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর আমতুয়া অংশে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার ঘের জাল জব্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে সাড়ে দুই হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি জানান, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে মাছ রক্ষা ও পোনা সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ অভিযান চলবে।