রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরিয়ে দেওয়ার পর সড়কে রিক্সাভ্যানের উপরে বাচ্চা প্রসব করেছেন এক প্রসূতি। এঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রসূতির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কৃষক নুরুল ইসলামের স্ত্রীর বুধবার দিবাগত রাত তিনটার দিকে প্রসব ব্যথা উঠে। করোনাভাইরাস দুর্যোগ মানুষের চরম আতঙ্কের সময় স্থানীয় মাদ্রাসা শিক্ষক আলতাফ হোসেনের পরামর্শে নুরুল ইসলাম তার স্ত্রী মাহমুদা বেগমকে (৩৭) রিক্সাভ্যানে রাতেই বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও একজন নার্স জানান, হাসপাতালে প্রসূতির বাচ্চা প্রসবের জন্য সিজারিয়ানের কোনো ব্যবস্থা নেই। এছাড়া বাচ্চা হবার তারিখ পার হবার কারণে প্রসূতির পেটের ভিতরে বাচ্চার পায়খানা জমা হয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। ফলে নরমালি বাচ্চা হলে কোন অঘটন ঘটতে পারে। হাসপাতাল থেকে প্রসূতির স্বামীকে স্থানীয় কোনো ক্লিনিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
তাদের পরামর্শে নুরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে ভবানীগঞ্জ ক্লিনিকে যাচ্ছিলেন। কিন্তু তার আগে নীমতলা নামক স্থানে ভোরে রিক্সাভ্যানের উপরেই বাচ্চা প্রসব করেন মাহমুদা বেগম।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রসূতিকে ফিরিয়ে দেওয়ায় স্থানীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী জানান, রাতের ডিউটিতে থাকা চিকিৎসক ও নার্সের কাছে এ বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।