রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর সহযোগিতায় দেশের সবচেয়ে বড় যৌনপল্লির ১৩’শ যৌনকর্মীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে দৌলতদিয়া রেল ষ্টেশন এলাকায় ওই ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান পিপিএম। অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সম্পাদিকা মনি বেগম, আলেয়া, পারভীন প্রমুখ।
এ সময় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের দায়িত্ব। আর দায়িত্ববোধের জায়গা থেকে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সহযোগিতায় দৌলতদিয়ার সকল যৌনকর্মীকে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে দৌলতদিয়ার যৌনকর্মীরা অসহায় ভাবে জীবন যাপন করছে। সামনে পবিত্র ঈদ উল আযহা। এই ঈদ উপলক্ষে দেশের বৃহত্তম যৌনপল্লীর অসহায় ১৩ শত যৌনকর্মীকে ১০ কেজি করে চাউল দিয়েছেন রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। রাজবাড়ী পুলিশ সুপারের সহযোগিতায় এর পূর্বেও একাধিকবার সহযোগিতা করা হয়েছে।
দৌলতদিয়ার অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম জানান, করোনা ভাইরাসের কারণে ১৪ মার্চ থেকে দৌলতদিয়া পূর্বপাড়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের কারণে দৌলতদিয়া অবস্থিত যৌনকর্মীদের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। কিন্তু ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এর সার্বিক সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশন আমাদের একাধিকবার সহযোগিতা করেছেন। এবং সেই সাথে আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।