বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলার সিভিল সার্জন অফিসের ফোকাল পার্সন ডা. ফারজানুল ইসলাম নিয়মিত ভিডিও বার্তায় গত ২৪ ঘন্টায় ১৯ জুলাই এর বগুড়া জেলার করোনা পরিস্থিতি এবং ১৯ জুলাই পর্যন্ত বগুড়া জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় (১৯ জুলাই) জেলার করোনা পরিস্থিতিঃ
ডা. ফারজানুল ইসলাম বলেন গত ২৪ ঘন্টায় বগুড়ার ৩৩৩ নমুনার ফলাফলে ৬০ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে শজিমেকের ২৮২পরীক্ষার ফলাফলে ৩৯ জন পজিটিভ, টিএমএসএস এর ৫১ পরীক্ষার ফলাফলে ২১ জন পজিটিভ এসেছে।
এদের মধ্যে পুরুষ- ৪০ জন, নারী- ১৭ জন, শিশু- ০৩ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে,
সদর ৪৩জন, ধুনট ৩জন, আদমদীঘি ৩জন, সারিয়াকান্দি ২জন, শিবগঞ্জ ২জন, কাহালু ২জন, শেরপুর ২জন, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া ও শাজাহানপুরে একজন।
নমুনা সংগ্রহ-২৬৭
মোট নমুনা-২৪৪৪৩
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৪১৮০
মোট সুস্থ- ২১৭০(নতুন ৬৪)
মোট মৃত্যু- ৮০(নতুন ১)
নমুনার ফলাফল পাওয়া অবশিষ্ট আছে- ১৯৩০