বগুড়া সংবাদদাতা:আজ ২৪জুন সকালে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন নিয়মিত ভিডিও বার্তায় বগুড়া জেলার আজ পর্যন্ত করোনা পরিস্থিতির সার্বিক দিক তুলে ধরেন।
তিনি বলেন যে, শজিমেক এ গতকাল ২৩শে জুন মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।পরীক্ষাকৃত এই ১৮৮ টি নমুনা ছিলো বগুড়া জেলার। উক্ত ১৮৮ টি নমুনার মধ্যে করোনা সনাক্ত হয় ২৫ জনের। অপরদিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল এ দুই শিফট এ নমুনা পরীক্ষা করা হয় মোট ১৮৮ টি। এই পরীক্ষাকৃত ১৮৮ টি নমুনার মধ্যে আমাদের বগুড়া জেলার নমুনা ছিলো ১৬০ টি। উক্ত ১৬০ টি নমুনার মধ্যে করোনা সনাক্ত হয় ৫২ জনের।অর্থাৎ গত ২৪ ঘন্টায় বগুড়ায় মোট আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ৭৭ জন। এই ৭৭ জন আক্রান্ত রোগীর মধ্যে আক্রান্ত পুরুষের সংখ্যা ৫৪জন এবং আক্রান্ত মহিলার সংখ্যা ১৩ জন এবং আক্রান্ত শিশুর সংখ্যা ১০ জন।
এই ৭৭ জনের মধ্যে চিকিৎসক, র্যাব ও উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে। এই ৭৭ জন কে বয়স ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর মধ্যে আক্রান্ত শিশুর সংখ্যা ১০ জন, যাদের বয়স ১৩ থেকে ৪০ তাদের সংখ্যা ৪১ জন, যাদের বয়স ৪১ থকে ৫০ তাদের সংখ্যা ১২ জন, যাদের বয়স ৫১ থেকে ৭০ তাদের সংখ্যা ১২ জন, এবং ৭০ উর্ধ্ব বয়স যাদের তাদের সংখ্যা ২ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে গত ২৪ ঘন্টায় সদরে আক্রান্ত রোগির সংখ্যা ৩৮ জন, শাজাহানপুরে ১০ জন, নন্দীগ্রামে ১০ জন, কাহালুতে ৪ জন, দুপচাচিয়ায় ৫ জন, সারিয়াকান্দিতে ৪জন, শিবগঞ্জ এ ৩ জন, ধুনটে ২ জন ও শেরপুরে ১ জন।
এই ছিলো ২৪ ঘন্টার বগুড়ার করোনা পরিস্থিতি।
এক নজরে বগুড়ার সর্বমোট ও সর্বশেষ করোনার পরিস্থিতিঃ
২৩ জুন পর্যন্ত বগুড়া জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৩৬৭ টি, এর মধ্যে এ পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ১৩৬৫০ টির। এখন পর্যন্ত বগুড়ায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৪০৭ জন। এর মধ্যে আক্রান্ত পুরুষের সংখ্যা ১৬৫৫ জন, আক্রান্ত মহিলার সংখ্যা ৬১৯ জন এবং আক্রান্ত শিশুর সংখ্যা ১৩৩ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদর উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৭৭ জন, শাজাহানপুরে ১২১ জন, গাবতলীতে মোট ১২৯ জন, কাহালুতে ৬৮ জন, শেরপুরে ৮২ জন, শারিয়াকান্দিতে ৬৬ জন, সোনাতলায় ৫৪, শিবগঞ্জ উপজেলায় ৬১ জন, আদমদীঘিতে ২৫ জন, দুপচাচিয়ায় ৫২ জন, নন্দীগ্রামে ২৭ জন এবং ঢুনট উপজেলায় মোট করোনায় আক্রান্ত ৪৫ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে মোট ২৪ জন, অর্থাৎ এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২৭৪ জন।
গতকালের মৃত ৬ জন সহ মোট মৃতের সংখ্যা ৪২ জন।