বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলার সিভিল সার্জন অফিসের ফোকাল পার্সন ডা. ফারজানুল ইসলাম নিয়মিত ভিডিও বার্তায় গত ২৪ ঘন্টায় ২৫ জুলাই এর বগুড়া জেলার করোনা পরিস্থিতি এবং ২৫ জুলাই পর্যন্ত বগুড়া জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় (২৫ জুলাই) জেলার করোনা পরিস্থিতিঃ
ডা. ফারজানুল বলেন গত ২৪ ঘন্টায় বগুড়ার ২১৯ নমুনার ফলাফলে ৫৯ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ৫০ জন পজিটিভ, টিএমএসএস এর ৩১ পরীক্ষার ফলাফলে ০৯ জনের ফলাফল পজিটিভ এসেছে।
এদের মধ্যে পুরুষ- ৩৮ জন, নারী- ১৭ জন, শিশু- ০৪ জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে,
১৮ বছরের নিচে রয়েছেন ০৪ জন।
১৮ থেকে ৪০ বছর বয়সের রয়েছেন ২১ জন
৪১ থেকে ৫০ বছর বয়সের রয়েছে ০৯ জন।
৫১ থেকে ৭০ বছর বছরের রয়েছে ২২ জন।
৭০ উর্ধো ০৩ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদর ৩৯ জন, শাজাহানপুর ০২ জন, শেরপুর ০৯ জন, দুপচাচিয়ায় ০১ জন, শিবগঞ্জে ০২ জন, আদমদিঘী ০৩ জন, নন্দীগ্রাম ০১ জন, কাহালু ০১ জন, ধুনটে ০১ জন
এক নজরে (২৫ জুলাই) পর্যন্ত জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতিঃ
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৪৫০৫ জন।
সুস্থতার হিসেবে উপজেলা ভিত্তিক বিশ্লেষণঃ সারিয়াকান্দি ০০ জন, সোনাতলা ০২ জন, শিবগঞ্জ ০০, আদমদিঘী ০০ জন, দুপচাচিয়া ০০ জন, কাহালু ০০ জন, নন্দিগ্রাম ০০ জন, শেরপুর ০৯ জন, সদরে ৩০ জন, ধুনট ০০ জন, গাবতলী ০০ জন। পাশাপাশি মোহাম্মাদ আলী হাসপাতাল থেকে ১৩ জন এবং শজিমেক থেকে ০৭ জন, টিএমএসএস মেডিকেল ০০ জন।
মোট আক্রান্ত- ৪৫০৫
মোট সুস্থ- ২৯০৬ ( ৬১ জন নতুন)
মোট মৃত্যু- ১০০ ( নতুন ০৫ জন)
মৃত্যু ব্যক্তিদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় যে, রহমান নগরের যিনি মারা গেছেন তার বয়স ৫৮ বছর, টিএমএসএস মেডিকেল কলেজে শিবগঞ্জের যে দুজন ব্যক্তি মারা গিয়েছেন তাদের একজনের বয়স ৭৫ আরেকজনের বয়স ৭০ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজনের বয়স ৭৫ এবং আরেকজনের বাড়ি নওগাঁ তার বয়স ৪৬
সুস্থতার হার শতকরা ৬৪%
বগুড়া জেলায় মৃত্যুর হার ১.৮%