স্পোর্টস ডেস্ক: ২ ওভারে ১৪ রান দিয়ে একটি উইকেট। তাসকিন আহমেদ বেশ ভালো বোলিংই করছিলেন। কিন্তু দুই ওভারের পর তাকে আর বল হাতে নিতে দেখা গেলো না। তাসকিন কি চোটে পড়েছেন? চোট কতটা গুরুতর? ম্যাচে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটাই ছিল তাসকিনকে নিয়ে।
তাসকিনের কেন ২ ওভার করেই সরে যাওয়া? বিষয়টি খোলাসা করলেন দুরন্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘উনার (তাসকিন) পিঠটা একটু স্টিক করেছিল, শক্ত হয়ে পড়েছিল। তাই ঝুঁকি নিতে চায়নি দল, উনিও ঝুঁকি নিতে চাননি। কারণ সামনে অনেক খেলা আছে। আরেকটা ওভার করলে যদি লেগে যায়, তার জন্যই আরকি উনাকে সেফ করা।’
তাসকিনের পুরো কোটা পূরণ করতে না পারায় দলেরও সমস্যা হয়েছে, স্বীকার করলেন শরিফুল। তিনি বলেন, ‘যদি আমরা কিছু রান কম দিতাম। যদি তাসকিন ভাই ওই দুইটা ওভার করতে পারতো। হয়তো কিছু রান কম হতো। দুইটা উইকেটও হয়তো পড়তো। খেলাটা অন্যরকম হতে পারতো।’
ঢাকা তিন ম্যাচে দুটি হেরেছে। তবে শরিফুলের আশা, ঘুরে দাঁড়াতে পারবে দল। শুধু বিদেশি বা দেশিদের ওপর আলাদা নির্ভরতা নয়, তারা সবাই নিজেদের সেরাটা দিয়ে দলকে জেতাতে চেষ্টা করবেন, জানালেন এই পেসার।