রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ ৪.৩(চার দশমিক তিন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া।
র্যাব-১২ এর মুখপাত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গাইবান্ধা হতে বগুড়াগামী একটি সাথী ফরহাদ মেইল বাসে করে যাত্রী বেশে বিশেষ কায়দায় গাঁজা বহন করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ নভেম্বর, ২০২৩ ইং তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন নওদাপাড়া এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে নর্দান সিএনজি ফিলিং এন্ড কনভার্শন ষ্টেশন এর সামনে ফাঁকা জায়গার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করিয়া ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে আসামী ১। শ্রী আকাশ চন্দ্র সেন (১৯), পিতা-শ্রী কার্তিক চন্দ্র সেন, সাং- পূর্ব ফুলমতি, থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে ৪.৩(চার দশমিক তিন) কেজি গাঁজা, ০১টি মোবাইল, ০১টি সিম এবং নগদ ১৫০০/- টাকাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
পাশাপাশি র্যাব জানিয়েছে, র্যাবের এ ধরনের পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।