বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন নিয়মিত ভিডিও বার্তায় গত ২৪ ঘন্টায় ০৮ জুলাই এর বগুড়া জেলার করোনা পরিস্থিতি এবং ০৮ জুলাই পর্যন্ত বগুড়া জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় (০৮ জুলাই) জেলার করোনা পরিস্থিতিঃ
ডা. তুহিন বলেন গত ২৪ ঘন্টায় বগুড়ার ২৬৩ নমুনার ফলাফলে ৫০ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ২০ জন পজিটিভ, টিএমএসএস এর ৭৫ পরীক্ষার ফলাফলে ৩০ জনের ফলাফল পজিটিভ এসেছে।
এদের মধ্যে পুরুষ- ৩১ জন, নারী- ১৬ জন, শিশু- ৩ জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে,
১৮ বছরের নিচে রয়েছেন ৩ জন।
১৮ থেকে ৪০ বছর বয়সের রয়েছেন ২০ জন
৪১ থেকে ৫০ বছর বয়সের রয়েছে ১২ জন।
৫১ থেকে ৭০ বছর বছরের রয়েছে ১২ জন।
৭০ বছরের উর্ধ্বে রয়েছে ৩ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদর ৩৩ জন, শাজাহানপুর ২ জন, শিবগঞ্জ ১ জন, গাবতলী ১ জন, দুপচাচিয়ায় ৩ জন, শেরপুর ৪ জন, নন্দীগ্রাম ২ জন ধুনট ৩ জন ও কাহালুতে ১ জন।
এক নজরে (০৮ জুলাই) পর্যন্ত জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতিঃ
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩৫৫১ জন এর মধ্যে পুরুষ ২৪০০ জন, মহিলা ৯৭০ জন ও শিশু রয়েছে ১৮১ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদরে ২৪৫৬ জন, শাজাহানপুরে ১৮৬ জন, গাবতলীতে ১৮৮ জন, কাহালুতে ৮৪ জন, শেরপুরে ১৬৪ জন, সারিয়াকান্দিতে ৮২ জন, সোনাতলায় ৭৪ জন, শিবগঞ্জে ৯৩ জন, আদমদিঘীতে ৩৭ জন, দুপচাচিয়ায় ৭৬ জন, নন্দীগ্রামে ৪০ জন ও ধুনটে ৭১ জন আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
মোট আক্রান্ত- ৩৫৫১
মোট সুস্থ- ১৫২৫ (১৬৮ জন নতুন)
মোট মৃত্যু- ৬৫ ( নতুন ১ জন)
এ পর্যন্ত নমুনা সংগ্রহ ২১৪৩০ টি
ফলাফল প্রাপ্ত ১৮৯৪৭ টি।