শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি: খেলাধুলায় বাড়ে বল, মাদক ও মোবাইল গেম ছেড়ে খেলতে চল স্লোগানে পাবনার ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সওদাগর পাড়া সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত কাউন্সিলর ফুটবল টুর্নামেন্ট-২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে মনোমুগ্ধকর এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত রোববার একই মাঠে টুর্নামেন্টের আরও কয়েকটি গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সওদাগর পাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বায়েজিদ হোসেন বিদ্যুৎ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান,
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কলেজ পাড়া কর্মসংস্থান উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইয়াং সওদাগর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আজিম হোসেন, সাবেক সভাপতি আজমত আলী প্রামানিক, সাবেক ক্রীড়া সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক শাহীদুল ইসলাম, সওদাগর পাড়া সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান তার বক্তব্যে বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে।
সওদাগর পাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বায়েজিদ হোসেন বিদ্যুৎ বলেন, খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। সমাজকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গত বছরের ডিসেম্বরে ফুটবল ক্যাম্পেইন শুরু করেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান। তার এ উদ্যোগ কে স্বাগত জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্য সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। কেবল মাত্র খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।
সোমবারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আরাফাত ফুটবল একাদশ বনাম আজাদ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্টে আরাফাত ফুটবল একাদশ ২-১ গোলে আজাদ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে টূর্ণামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পুরো টুর্নামেন্টে ম্যাচ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল দৈনিক প্রত্যয় এর পাবনা (জেলা) প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেন।
গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া এই ফুটবল ক্যাম্পেইন এর কোচের দায়িত্ব পালন করেন ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরানের ছোট ভাই সিনবাদ হোসেন এবং ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জীবন হোসেন বকুল।