মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
							
							 
                    দৈনিক প্রত্যয় ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে ২ শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের একজনের বয়স ৭ বছর,আরেক জনের বয়স পাঁচ বছর। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও করোনাভাইরাস বিষয়ক জেলার ফোকাল পারসন চিকিৎসক মো. সাহাদাৎ হোসেন এই তথ্য জানিয়েছেন।
সাহাদাৎ হোসেন বলেন, রোববার রাতে বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের এক ব্যবসায়ীর মা (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। এরপর ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে চলে আসেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান ওই বাড়ি লকডাউন করেন। একই সঙ্গে ওই পরিবারের সাতজনের মধ্যে পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সাত ও পাঁচ বছরের দুই ছেলে শিশুর করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে। খবর পেয়ে আজ সকালে তাঁরা ওই গ্রামে যান। আপাতত দুই শিশুকে বাড়িতে রেখেই চিকিৎসা হবে। পরিবারের আরও দুই সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেলা সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, বুড়িচংয়ের ওই ব্যবসায়ী তাঁর মাকে নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় থাকতেন। সেখানেই তাঁর মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ঢাকায় আক্রান্ত দাদির কাছ থেকে ওই দুই শিশুর দেহে করোনা সংক্রমিত হয়েছে। তাঁরা পরিস্থিতি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।