সিলেটে উন্নত ভেন্টিলেশন ইউনিট হয়তো নাই। আর এতে করেই পুরো দেশটাকে মাথায় তুলে বিশ্বজুড়ে হাউমাউ শুরু করে দিলেন। আরে আমাদের সিলেটীদের কী নেই বলুনতো? এই যে রাতারগুল, জাফলং, লালাখাল, সাদাপাত্তর, বিছনাকান্দি, মাধবকুণ্ড, পাংতুমাই, লাউয়াছড়া, সাতছড়ি, হামহাম, টাঙ্গুয়ার হাওর, হাকালুকি, শাহজালাল – শাহপরানের দরগাহ, শ্রীচৈতন্যর বাড়ী, কমলারাণীর দিঘী, নয়নাভিরাম চা বাগানের সমারোহ। আরো আছে ইট পাথরের সাম্রাজ্য গ্র্যান্ড সুলতান, দ্য প্যালেস, আল হারামাইন, মাউন্ট এভারেস্টের সহোদরা মাউন্ট এডোরা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রপিতামহ ইবনে সিনা, বাদাঘাটের কয়েদীনগর। এতোগুলি যাকিছু সবই আমাদের নিজস্ব। আইসোলেশন, ভেন্টিলেশন ইত্যাদি দুই চারটা ভিনদেশি আইটেম না থাকলেইবা কী! কত যত্নে করোনা আক্রান্ত ডাক্তারকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। আরও কয়দিন গেলে না হয় পুরো সিলেটকে এক্কেরে লকডাউন করে অতিউন্নত চিকিৎসার্থে সুদূর চীনে পাঠিয়ে দেয়া হবে! ধর্ম বর্ণ নির্বিশেষে সক্কলে বলুন মারহাবা…..