সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে করোনা আক্রান্ত কোনো রোগী এখনও সনাক্ত হয়নি। বৃহস্পতিবার (৯ এপ্রির) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ ব্রিফিং এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।
তিনি বলেন, বুধবার বাঘায় মারা যাওয়া তাবলীগ জামাতের সদস্য আবুল কালাম আজাদ ও রাজশাহী সংক্রামক (আইডি) হাসপাতালে থাকা তিনজনের নমুনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে।
তবে করোনা সনাক্ত হয়নি বলে আগামীতেও সনাক্ত হবে না এমন না ভেবে সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আজিজুল হক আজাদ।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার পর্যন্ত ৩০০ জনের নমুনা আনা হয়েছে। এর মধ্যে ২০৬টি নমুনা পরীক্ষার ফলাফল আইইডিসিআরে পাঠানো হয়েছে। বাকি ৯৪টি নমুনার পরীক্ষা আজ করা হচ্ছে।
রাজশাহীতে হোম কোয়ারেন্টিনের সংখ্যাও কমে এসেছে। জেলায় এখন ৭ জন রয়েছে হোম কোয়ারেন্টিনে। ১৪ দন পেরিয়ে যাওয়ায় এক হাজার ৬৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।