নিজস্ব প্রতিবেদক: এখন জৈষ্ঠ্যর মাঝামাঝি সময়। এরই মধ্যে বয়ে গেল দামাল ঘূর্ণিঝড় আম্ফান। তছনছ করে দিয়ে গেছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা। এর পাশাপাশি উত্তরাঞ্চলেও বেশ ক্ষতির চিহ্ন রেখে গেছে। এ আম্ফানের রেশ শেষ না হতেই কয়েকটি দিন ঢাকাসহ সারা দেশ জুড়ে ঝড়ো হাওয়া। আর সেই সঙ্গে বৃষ্টি। এ আবহাওয়ায় অনেক স্থানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এখনও আবহাওয়া বিরূপ। এই রোদ আবার এই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি।
আবহাওয়া অফিস তেমন কোনো সুখবর দিতে পারছে না। কয়েকদিন ঝড়ের ঝাপটার মধ্যে কেটে যেতে পারে। ঝড় কেটে গেলেও, আগামী সপ্তাহের জন্য বৃষ্টির জন্য তৈরি থাকতে হবে বলে আবহাওয়া অফিস আভাস দিয়েছে। কাল কিংবা পরশু থেকে বৃষ্টির প্রভাব কমে গেলেও, আগামী ৭ জুনে বৃষ্টিপাত বাড়তে পারে। কেন এই সময়ে আবার এই বৃষ্টি? এই প্রশ্নের উত্তরে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, প্রচলিত নিয়মে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয় মূল মৌসুমি বায়ু এই ভূখণ্ডে প্রবেশ করলে। আর এই মৌসুমি বায়ু এখন অবস্থান করছে বঙ্গোপসাগরের কাছে আন্দামান দ্বীপের কাছে। জুনের প্রথম সপ্তাহের মধ্যে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে। আর দ্বিতীয় সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তখন সারা দেশে কমবেশি বৃষ্টিপাত হবে।
এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, এখনও কোনো কোনো স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে কাল কিংবা পরশু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আভাস দেওয়া হয়েছে।