ফারুক আহমেদ:বিশেষ প্রতিনিধি
ভয়ঙ্কর প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের ধর্মপাশায় জনসাধারণের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছেন স্থানীয় এক সাংবাদিক। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের দশধরী গ্রামের সামনে শয়তান খালি সেতুর উপর নিজ উদ্যোগে এ কার্যক্রম চালু করেন সাংবাদিক সেলিম আহম্মেদ । এ মহৎ উদ্যোগকারী সাংবাদিক সেলিম ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দশধরী আঁধারে আলো যুব সংঘের সভাপতি ও দৈনিক বর্তমান প্রত্রিকার উপজেলা সংবাদদাতা। এ কার্যক্রম আনুষ্টানিকভাবে উদ্বোধনকালে তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সচেতনতার বিশেষ শর্ত হচ্ছে হাত ধোয়া। করোনাভাইরাসটি ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ায় মানুষকে আরো সচেতন করে তোলতে হাত ধোয়ার এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ কার্যক্রম অব্যাহত রাখতে তাঁর ছোট ভাই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ঈমাম হোসেনকে দায়ীত্ব দিয়েছেন। প্রতিনিয়ত পানি, সবান ও টিস্যু সরবরাহ করার জন্য। স্ব-স্ব অবস্থান থেকে সাধ্য অনুযায়ী অসহায় দুস্থ পরিবারগুলোর প্রতি এগিয়ে আসা অতিব জরুরী বলেও মনে করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সাংবাদিক সাইফ উল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার রিপন মিয়া, হোটেল ব্যবসায়ী শামসুল আলম, দশধরী আঁধারে আলো যুব সংঘের সাংগঠনিক সম্পাদক ঈমাম হোসেন প্রমুখ।