নিজস্ব প্রতিনিধি: দেশের উত্তর- পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত সংলগ্ন ভারতীয় অংশে এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয় প্রদেশের চেরাপুঞ্জিতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত সংঘটিত হয়েছে।
বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন নদ-নদীতে পানি দ্রত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জেলায় আগাম বন্যায় বোরো ধানের ক্ষয়ক্ষতির আশংকা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম মিঠামইন উপজেলার হাসানপুর, গোপ দিঘি, ঢাকী এবং ইটনা উপজেলার সদর ও জিওল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাওরের ফসল রক্ষা বাঁধের যে সকল পয়েন্ট তুলনামূলক ঝুঁকিপূর্ণ প্রতীয়মান হয়েছে, সে সকল পয়েন্ট জরুরীভিত্তিতে মেরামত এবং শক্তিশালী করার জন্য সংশ্লিষ্ট সকলকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জের কর্মকর্তাদের এ বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও পিআইসির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ ও এলাকার সর্বসাধারণকে হাওরের ফসল রক্ষা বাঁধের সার্বক্ষনিক তদারকি করার জন্য জেলা প্রশাসক অনুরোধ জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নুরুজ্জামান, কৃষি সম্প্রসারন অধিদপ্ত কিশোরগঞ্জের উপ-পরিচালক মো. ছাইফুল আলম, পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসার, ইটনা ও মিঠামইন, স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।