নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মোট ১৩ জন গৃহহীন পরিবার পুলিশের দেয়া উপহারের ঘর ও জমির দলিল পেয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে ‘দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন, পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের সদস্যগন উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ প্রান্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।