নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছেন ৪৮৬ অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আগামীকাল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালী উপস্থিত থেকে এসব ঘর আনুষ্ঠানিক ভাবে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩২, করিমগঞ্জ ২৩,নিকলী ৫২, পাকুন্দিয়া ১৮, অষ্টগ্রাম ৩২, হোসেনপুর ১০, কুলিয়ারচর ৫২, ভৈরব ৭৩, বাজিতপুর ৪৮, কটিয়াদী ১৩, তাড়াইল ৪৬, মিঠামইন ১৭৮, ইটনা ৫১ টি ঘর প্রদান করা হবে।তৃতীয় ধাপে জেলায় মোট ৬২৮টি ঘর প্রদান করা হবে।
উক্ত প্রেস করফারেন্সে স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিক এ এম উবায়েদ, আব্দুর রব, সাজন আহমেদ পাপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।