নিজস্ব প্রতিবেদক: পরিবহন মালিকদের স্বার্থ রক্ষার জন্যই পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তা একেবারে অমানবিক। বাসের ভাড়া বাড়িয়ে আবার মালিকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকারের উদাসীনতা আর ব্যর্থতার কারণেই দেশে আজ করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। দায়িত্বশীলতা নেই বলেই জনগণকে অন্ধকারে ঠেলে দিচ্ছে তারা। আগামী ১০ জুনের মধ্যে প্রতিটি জেলায় প্রকৃত কৃষকের কাছ থেকে চলতি মৌসুমের বোরো ধান ক্রয় করার জন্য দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করবে বলেও জানান মির্জা ফখরুল।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্ভাবিত কিট নিয়ে সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে বিষোদ্গার করে ফখরুল বলেন, আমি জানি না জাফরুল্লাহ সাহেবের উদ্ভাবিত কিট এখনও কোন অবস্থায় আছে। কিন্তু এই কিট নিয়েও কীভাবে ব্যবসা হচ্ছে, বাণিজ্য হচ্ছে।
তিনি বলেন, এটা পুরোপুরিভাবে উদ্দেশ্যপ্রণোদিত। মনেই হয় না দেশে সরকার আছে। সরকারের এক এক ডিপার্টমেন্ট একেক ধরনের সিদ্ধান্ত দিচ্ছে। দোকান খোলার সিদ্ধান্ত দেওয়া হলো; কিন্তু দোকান মালিকরা বললেন আমরা দোকান খুলব না। সরকারের সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই। ঈদের আগে মার্কেট খোলা রাখা হলো, কারণ ইকোনমিক চাঙ্গা রাখতে হবে। মানুষ তো যায়নি ঈদের বাজার করতে।