স্পোর্টস ডেস্ক: ক্রীড়াঙ্গনের লোকজন পরিবার-আত্নীয়দের সময় না দেয়ার অনুযোগ অনেক পুরোনো। একমাত্র ঈদই উপলক্ষ পরিবারের সঙ্গে সময় কাটানোর। ঈদের ছুটিতে সারা দেশ। সেই তখন হ্যান্ডবল প্রদর্শনী ম্যাচ খেলছে।
আজ বুধবার সকালে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেডিয়ামে সভাপতি ও সাধারণ সম্পাদক নামে দুই দল একটি ম্যাচ খেলে। টিম হ্যান্ডবল ঢাকার খেলোয়াড়েরা মূলত দুই দলে বিভক্ত হয়ে খেলেছে। ম্যাচ শেষে সভাপতির দল জিতেছে।
হ্যান্ডবল ফেডারেল অবশ্য নিজেদের পরিকল্পনায় ম্যাচ আয়োজন করেনি। ঈদের দিন বা ঈদের পরের দিন ধর্ম মন্ত্রণালয় ফুটবল ও অন্য খেলার প্রদর্শনী ম্যাচ আয়োজন করার অনুরোধ করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। ধর্ম মন্ত্রণালয়ের এই অনুরোধ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে অনেক ফেডারেশনকে অবহিত করে।
ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে ফুটবল সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও ফুটবল ফেডারেশন কোনো কিছু আয়োজন করেনি। ঈদের পরদিন শুধু হ্যান্ডবল ফেডারেশনই একটি প্রদশর্নী ম্যাচ আয়োজন করেছে। ঈদের দিন ও পরের দিন ম্যাচ আয়োজন করা খুব কষ্টসাধ্য ৷ অনেকেই ঈদ উদযাপনে ঢাকা ছেড়ে যায়। আবার যারা ঢাকা থাকেন তারা পরিবার নিয়ে ব্যস্ত থাকেন। ফলে ঈদে ম্যাচ আয়োজন বেশ ঝামেলার।
হ্যান্ডবল ফেডারেশন আগামীতে এ রকম ম্যাচ পুনর্মিলনীর মাধ্যমে আয়োজন করার পরিকল্পনা নিয়েছে। খেলোয়াড়, কোচ, রেফারিরা সবাই পরিবার নিয়ে এসে খেলা উপভোগ করবে। এ রকম পুনর্মিলনী আবার বেশ ব্যয়বহুলও।