সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে বহিরাগত এক ব্যক্তিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ সামছুদ্দীন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঐ ব্যক্তি গত বৃহস্পতিবার রাতে খাদিমনগর ইউনিয়নে তার এক বন্ধুর বাড়িতে অসুস্থ অবস্থায় আসে।
তবে ঐ ব্যক্তি দীর্ঘদিন থেকে মাদক সেবনের সাথে জড়িত বলে জানা যায়, করোনা সন্দেহ ব্যক্তি ঐ বাড়িতে আসার পর থেকে পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, কাশি, গলায় ব্যথায় ভুগতেছে জেনে এলাকাবাসী তাৎক্ষণিক স্থানীয় মেম্বার, ইউ/পি চেয়ারম্যান সহ পুলিশ প্রশাসনকে জানানো হয়। বর্তমানে ঘটনাস্থল এলাকায় এয়ারপোর্ট থানার বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর ১টি বাড়ির সকল সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম জানান, আমরা করোনা সন্দেহে সিলেট সদর উপজেলায় বহিরাগত একজনের খবর পেয়েছি। এম্বুলেন্স পাঠিয়েছি হাসপাতালে আসার পর পরিক্ষা করে জানা যাবে করোনা আক্রান্ত কি না। তিনি বলেন, এতে কেউ আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। ওই এলাকা বিশেষ সতর্কতা মূলক বব্যস্থা নেওয়া হবে।