বিশেষ প্রতিবেদন,কলকাতা: শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবাংলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪২৭ জন। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৩০৩ জন। এই সংক্রমিতদের মধ্যে এখন করোনা ভাইরাস সক্রিয় রয়েছে ৪ হাজার ২৫ জনের শরীরে। কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০১ জন। এর ফলে কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৮৯ জন।
হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন, এই জেলায় মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৬ জন। উত্তর ২৪ পরগনায় এদিন আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এই জেলায় মোট সংক্রমিত ৯৭৫ জন। হুগলিতে শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৪ জন। ফলে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৩ জন। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য পাওয়া গিয়েছে। উল্লেখ্য, একদিনে করোনা সংক্রমণের হিসেবে এদিনই রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক। বিষয়টি রাজ্যের স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়িয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বুলেটিন থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১১ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৬ জন। এ ছাড়া কো–মর্বিডিটিতে মৃত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে কলকাতার ৪ জন রয়েছেন। বাকি ৭ জনের ৪ জন হাওড়ার বাসিন্দা। এ ছাড়া উত্তর ২৪ পরগনার ২ জন এবং হুগলির একজনের মৃত্যু হয়েছে। কলকাতায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৮ জনের। তাঁদের মধ্যে কো–মর্বিডিটিতে মৃত ৫২ জন। আর হাওড়ায় মোট মৃতের সংখ্যা ৪৬ জন, উত্তর ২৪ পরগনায় মোট মৃতের সংখ্যা ৪৯ জন।
এর মধ্যে একটাই খুশির খবর। তা হল, শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের ছোবল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছে ১৪৪ জন। ফলে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন ২ হাজার ৯১২ জন। পাশাপাশি, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬৮৬টি। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫১ হাজার ৫১৭টি।
এদিকে, এবার কোনও করোনা সংক্রমিতের মৃত্যু হলে সেই দেহ দেখার সুযোগ পাবে তাঁর পরিবার। স্বাস্থ্য দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এতদিন করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হলে সেই সংবাদ হাসপাতাল থেকে ফোন করে সেই ব্যক্তির পরিবারকে দেওয়া হত। কিন্তু তাঁর দেহ দেখা বা তাঁর শেষকৃত্যের সময় পরিবারের কারও উপস্থিত থাকার অনুমতি মিলত না। প্রশাসনের তরফে মৃতদের সৎকার করা হত।
এবার সেই নিয়ম কিছুটা শিথিল করল সরকার। জানা গিয়েছে, এবার করোনায় সংক্রমিত কারও মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যরা মৃতের দেহ দেখতে পাবেন। তবে সে ক্ষেত্রে কড়া নিয়ম থাকবে। যে হাসপাতালে সংক্রমিতের মৃত্যু হবে, সেই হাসপাতালে নির্দিষ্ট জায়গায় স্বচ্ছ প্লাস্টিকে দেহ মুড়ে রাখা থাকবে। দূর থেকে সেই দেহ শেষবারের মতো দেখার সুযোগ পাবেন পরিবারের সদস্যরা। তার পর প্রশাসনের তরফে সৎকারের জন্য দেহ নিয়ে যাওয়া হবে।