তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় বিএনপির দুই নেতা পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার (২৯ আগষ্ট) বেলা ৩টায় সাচাইল মডেল মসজিদের সামনে বালুর মাঠ চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে এবং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও তাড়াইল উপজেলা বিএনপির সমন্বয় কমিটির আহ্বায়ক রুহুল হোসাইন।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো.শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও তাড়াইল উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য হাজী মো. ইসরাইল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাহার মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া প্রমুখ।
এ সময় নেতারা বলেন, গুম, খুন ও হত্যা করে বিএনপির আন্দোলন থামানো যাবে না। বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করছে পুলিশ। এসব করে এ সরকারের শেষ রক্ষা হবে না। তারা আরো বলেন, জনগণের মধ্যে সরকারবিরোধী ঐক্য বহাল থাকলে সরকারের পতন হবে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা এই সরকারকে ভেঙে, সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।