নিজস্ব প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে কিশোরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপন ও রক্তদান সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার আয়োজনে হোসেনপুরে দুই হাজার মানুষের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, এবং মানুষকে বিনামূল্যে রক্তদানে উৎসাহ প্রদান করা হয়৷
পরবর্তী সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জহির বৃক্ষরোপন কার্যক্রম উদ্ভোধন করেন৷
অনুষ্ঠানের দ্বিতীয় কার্যক্রমে সচেতনতামূলক আলোচনা সভার উদ্ভোধন করেন
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ জহিরুল ইসলাম৷
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি আশরাফ আলী সোহানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন এডভোকেট সাইদুর রহমান, সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম সহ সমাজসেবক ব্যক্তিবর্গ৷
প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জহির বলেন, আমাদের সংগঠনের মূল স্লোগান হলো, যদি হই রক্তদাতা-জয় করবো মানবতা৷ আমি মানবতার জয় করতে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কে এগিয়ে নিচ্ছি৷ সারাদেশে আমাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে৷ হাজারো স্বেচ্ছাসেবক মানুষের মুখে হাসি ফুটাতে নিরলস কাজ করে যাচ্ছে, আমি সকল স্বেচ্ছাসেবক ভাই ও বোনদের আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি৷
অনুষ্ঠান শেষে রক্তদাতা এবং রক্তদানে বিশেষ অবদান রাখায় সংগঠনের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়৷ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাহিদা আরাবী, আব্দুল্লাহ আল মাসুদ, আজিমুজ্জামান রাজিম অন্যান্য বক্তিবর্গকে৷