দৈনিক প্রত্যয় ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেপটিক ট্যাংকিতে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। রোববার দুপুরের উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন কুরচাই গ্রামের হিমেল ও হুমায়ুন।
এ সময় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও তিন নির্মাণ শ্রমিক। আহতরা হলেন-আলতাফ, মামুন ও আবু তাহের। তাদের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত নির্মাণ শ্রমিকরা রোববার দুপুরে কুরচাই গ্রামের আবুল কাদিরের বাসায় সেপটিক ট্যাংকিতে কাজ করছিলেন। ট্যাংকিতে কাঠ ও বাঁশের পাটাতন সরে গিয়ে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে পাগলা থানার এসআই জিলকত হোসেন জানান, সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে আহত দুই শ্রমিক শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডিপিআর/ জাহিরুল মিলন