তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে।
শুক্রবার(২৩ ডিসেম্বর) তাড়াইল সদর বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যালয়টির ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়। সকাল ৮টায় সুসজ্জিত হাতি সহকারে নানা ধরনের ফেস্টুনসহ এক বর্নাড্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে মিলিত হয়।৮টা ৩০ মিনিটে জাতীয় সংগীত,পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্লাটিনাম জয়ন্তীর প্রধান অতিথি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) এলাকার সংসদ সদস্য,জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু। ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ পাউন্ডের কেক কেটে মুল অনুষ্ঠানের সূচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন,অর্থ মন্ত্রনালয়ের সাবেক উপ-সচিব সাংসদ মুজিবুল হক চুন্নু’র সহধর্মীনি রোকসানা কাদের,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস ছোবান, খান ব্রাদার্স গ্রুপের এমডি তোফায়েল কবির খান রবিন,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন লিটন,এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন প্রমূখ।
তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা প্রভাষক আবুল কাশেম সালতু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের দেশ বিদেশে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীরা।
সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা সালমা,আশিক,তোশিবা এবং জনপ্রিয় ব্যান্ড এআরকে’র হাসান। শেষে আতশবাজির মধ্য দিয়ে মধ্যরাতে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।২০২০ সালে ৭৫ বছর উপলক্ষে পরাটিনাম জয়ন্তী উদযাপণ করার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে ২বছর পিছিয়ে দেয়া হয়।উক্ত অনুষ্ঠানে প্রায় ৬হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও অনুষ্টানটি সার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম এবং প্রায় ৬হাজার লোকের এককভাবে খাবারের আয়োজন করেন খান ব্রাদার্স গ্রুপের এমডি তোফায়েল কবির খান।