তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে দুস্থ্য ও অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করলেন কনা ফাউন্ডেশন।
শনিবার (১৪জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১শত গরীব, দুস্থ্য ও অসহায় শীতার্তদের মাঝে ময়মনসিংহের কনা ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন ও কনা ফাউন্ডেশনের পরিচালক (ফিল্ড অপারেশন) খন্দকার জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে গরীবদের মাঝে কম্বল বিতরন করেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন প্রমূখ।
কনা ফাউন্ডেশনের পরিচালক খন্দকার জাহাঙ্গীর আলম জানান,কনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশিকুর রহমান একজন মানবিক গুনের অধিকারি।তিনি তাড়াইল উপজেলা সহ দেশের বিভিন্ন উপজেলার শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করছেন।আজ তাড়াইলে ১শ কম্বল দেয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় তা নগন্য।আমি মুঠোফোনে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে কথা বলেছি।আগামী ২/১দিনের মধ্যেই আরও ১শত কম্বল আমরা নিয়ে আসবো গরীব দুঃখী মানুষদের জন্য এবং তা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।