তাড়াইল (কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত শিক্ষক আলেপ মাস্টারের ছেলে ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া’কে
কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক করায় নিজ এলাকায় গণ-সংবর্ধ্বনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ এবং অংগ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (১০ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই গণ-সংবর্ধ্বনা দেয়া হয়।
উক্ত গণ-সংবর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঁইয়া মোতাহার।সংবর্ধ্বনায় উপজেলার সাতটি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক ভূঁইয়া মোতাহার বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে আমরা এগিয়ে চলছি দুর্বার গতিতে।তিনি বলেন ‘শেখ হাসিনার মূলমন্ত্র,উন্নয়নের গনতন্ত্র’ সেই সূত্রেই আজ পদ্মা সেতু,বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল,রামপাল বিদ্যুত কেন্দ্র,কর্ণফুলি ট্যানেল, ভূমিহীনদের গৃহায়ন,কক্সবাজারে ঝিনুক আকৃতির রেলওয়ে স্টেশন,হাতিরঝিল বাংলাদেশকে বিশ্বের কাছে নতুন করে পরিচয় করে দিয়েছে।
এর আগে বিগত ২০জানুয়ারী’২৩ কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র যৌথ স্বাক্ষরে ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া’কে কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে পদায়ন করেন।