এ এম উবায়েদ, নিজস্ব প্রতিনিধি: রোববার (১২ ফেব্রুয়ারি)পরিচালক হিসেবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্ব নিয়েছেন ডাঃ মোঃ হেলাল উদ্দিন। ৫ম পরিচালক হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান জানুয়ারি মাসে পরিচালক পদ থেকে অবসরে চলে যান।
ডাঃ মোঃ হেলাল উদ্দিন ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত কিশোরগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের (তত্বাবধায়ক) উপ পরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নরসিংদী জেলার সিভিল সার্জন হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
৬ ফেব্রুয়ারি/২৩ উপ পরিচালক ডাঃ হেলাল উদ্দিনকে পরিচালক হিসেবে দায়িত্ব দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
হাসপাতাল কনফারেন্স রুমে পরিচালক হিসেবে বরণ ও মতবিনিময় সভায় সহকারী পরিচালক ডাঃ নাসিরুজ্জামানের সভাপতিত্বে ও হাসপাতালের কনসালটেন্ট (সার্জারী) ডাঃ আবুল হোসেন মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডাঃ মোঃ দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ সুলতানা রাজিয়া, সদ্য অবসরপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ মোঃ নজরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক হোসনা বেগম, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ এম এ ওয়াহাব বাদল সহ চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। এর আগে হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন করেন এবং সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন করেন।
রোববার নতুন কর্মস্থলে যোগদানের পর হাসপাতালের চিকিৎসকসহ সব কর্মকর্তা কর্মচারী আনুষ্ঠানিক ভাবে কনফারেন্স রুমে তাঁকে অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।