এ এম উবায়েদ, নিজস্ব প্রতিনিধি: “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিবাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভোটার দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।
পরে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সিহাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মহসিন খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ্, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসাইন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, সাংবাদিক টিটু দাস, সাজন আহম্মেদ পাপন প্রমুখ।