নিজস্ব প্রতিনিধি: জেলা শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২০ জনের অধিক আহত হয়েছেন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬. ১০ ঘটিকায় দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, চট্টগ্রামে ভাটিয়ারীর এক ইটভাটা (ব্রিকফিল্ড) থেকে তারা রাঙামাটিতে পিকনিকে আসেন। চট্টগ্রামে ফেরার পথে বাসটি (ঢাকামেট্রো-ব ১৪-২৮৯৬) মানিকছড়ি আর্মী ক্যাম্পের নীচে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।গাড়ির নীচে চাপা পড়ে দুইজন মারা গেছেন। দুর্ঘটনাস্থলে দুই নিহত হলেও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাঙামাটি – চট্টগ্রাম সড়কের পাহাড়িকার চালক আলী বলেন, গাড়ির ড্রাইবার বেপোয়ারাভাবে বাসটি চালাচ্ছিল। পর্যটন এলাকায় একটি বিদ্যুৎবাহী খুঁটিতে ধাক্কা দিয়ে তারা ৪ হাজার টাকা জরিমানা দিয়ে এসেছেন।
সরেজমিনে মানিকছড়ি স্পটে গিয়ে রাত ৯ ঘটিকায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজ চালিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়। মানিকছড়ি থেকে ভেদভেদী পর্যন্ত গাড়ীর আটকা পড়েছে, দীর্ঘ প্রায় তিন ঘন্টা দুই সকল যান চলাচল বন্ধ ছিল। । ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাঙামাটির জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্টরা।
এই সময় জেলা প্রশাসক মিজানুর রহমান,অতিরিক্ত জেলাপ্রশাসক অতিরিক্ত পুলিশ সুপার সংশ্লিষ্ট প্রশাসন উপস্থিত ছিলেন।
সাড়ে ৫ ঘটিকার পাহাড়িকা বাস চালক সেলিম জানায়,রাজবাড়ী এলাকা অস্বাভাবিক দোলছে দেখে বাসটিকে ওভারটেক করে ঘাগড়া এসে শুনেছি বাসটি উল্টে গিয়ে লোকজন বাসটির ভিতরে।