মাসুদ বাবু,লালমনিরহাটঃলালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে ঢাকা নারায়নগঞ্জ থেকে ফিরে আসা এক জনকে প্রথম করোনা ভাইরাস রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে।
জানা যায়, তিনি গত ৮ এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটে আসে। সেই দিন থেকে শরীরে জ্বর, কাশি ও শ্বাস কষ্ট অনুভব করলে পরের দিন ৯ এপ্রিল লালমনিরহাট সদর হাসপাতালে যোগাযোগ করলে হাসপাতল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে রংপুরে প্রেরন করে। আজ ১১ এপ্রিল বিকালে রংপুর থেকে নমুনা রিপোর্ট-এর রেজাল্ট পজেটিভ আসে।
করোনা আক্রান্ত রোগী মুঠো ফনে জানান, সে ঢাকায় নারায়ণগঞ্জে রাজ মিস্ত্রির কাজ করতেন। গত ৮ এপ্রিল মাইক্রো যোগে এক সাথে ১৪ জন রংপুর শঠিবাড়ি এলাকায় নামে। সেখান থেকে একই এলাকার ৫ জন সহ তিনি তার নিজের বাড়িতে আসেন।
লালমনিরহাট সিভিল সার্জন ডা: নির্মলেন্দু জানান, এক জনের রেজাল্ট পজেটিভ হয়েছে। তাকে অতিদ্রুত তার বাড়ি থেকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে। পরে যদি তার অবস্থার অবনতি ঘটে তাহলে রংপুরে পাঠানো হবে।
জেলা প্রশাসক আবু জাফর জানান, যে কয়েক জন এ সাথে এসেছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভাইরাস সংক্রমন রোধে ঐ এলাকাটিতে লাল পতাকা দিয়ে সম্পন্ন ভাবে লকডাউনের কার্যক্রম চলছে।